সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আমি মনেপ্রাণে বাঙালি', কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে আবেগে চোখের জল আটকে আর কী বললেন বিদ্যা বালন?

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৪ ১৭ : ১৬Soma Majumder


নিজস্ব সংবাদদাতা: তিনি এলেন। দেখলেন। ফের মন জয় করলেন, আবেগ এবং বাঙালিয়ানাকে সঙ্গী করেই। তিনি, বিদ্যা বালন।
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রয়াত নাট্যকার-পরিচালক গৌতম হালদারের উপর এক আলোচনা সভায় অংশগ্রহণ করতে শুক্রবার দুপুরে শিশির মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। গৌতম হালদারের পরিচালনায় 'ভাল থেকো' ছবিতে অভিনয়ের সুবাদে তাঁর বড়পর্দায় পথচলা শুরু। 

মঞ্চে উঠেই ঈষৎ মাথা ঝুঁকিয়ে গোল গোল উচ্চারণ নয়, পরিস্কারভাবে  বলে উঠলেন, "নমস্কার"। সোনালী পাড়ে লাল-কালো শাড়ির সঙ্গতে ছিল একেবারে বাঙালি সাবেক সাজ। মাঝখানে সিঁথি করে চুলটা পিছনে টেনে একটা খোঁপা করেছিলেন। হালকা মেকআপ আর ঠোঁটে শাড়ির সঙ্গে মানানসই রঙের লিপস্টিক। কপালে একটা ছোট্ট কালো বিন্দি। সাজের জৌলুস বাড়িয়ে দিচ্ছিল খোঁপায় বাঁধা বেলফুল। আর কানে ছিল তাঁর বরাবরের প্রিয় ঝুমকো দুল। আলোচনা সভার শুরুতেই বলে উঠলেন, " এই শাড়ি আমাকে গৌতমদা ও চৈতি বৌদি উপহার দিয়েছিলেন। 'ভাল থেকো'র প্রিমিয়ারে পরেছিলাম। যত্ন করে রেখে দিয়েছিলাম। আজ গৌতমদার জন্য যখন এই অনুষ্ঠান, তখন ভাবলাম আবার পরি..." বলার মাঝেই ততক্ষণে আবেগে তিরতির করে কাঁপতে শুরু করে দিয়েছে তাঁর গলা। কোনওরকমে জল খেয়ে সামলালেন নিজেকে। সামান্য চুপ, তারপরেই সেই ঝলমলে অতি-পরিচিত বিদ্যা বালন।

কীভাবে 'ভালো থেকো' ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি? বিদ্যা জানান, প্রদীপ সরকারের পরিচালনায় একটি বিজ্ঞাপনের শুট করতে কলকাতার এসেছিলেন তিনি। সেই সময় প্রোডাকশন ম্যানেজার দীনেশ রাউতের নজরে পড়েন তিনি। এই দীনেশ রাউত-ই গিয়ে গৌতম হালদারকে বলেন বিদ্যার কথা। সেই সময় 'ভালো থেকো'র কাস্ট করছিলেন গৌতম। অতীতের সরণি যে তাঁর কাছে ধূসর নয় তা অভিনেত্রীর কথা থেকেই স্পষ্ট হল। কখনও ইংরেজি, কখনও ভাঙা ভাঙা বাংলায় তিনি বললেন, " কিচ্ছু জানতাম না সিনেমার ব্যাপারে। চিত্রনাট্য পড়া তো দূরের কথা। আর কী অসম্ভব ভদ্র মানুষ ছিলেন।‌ মজার কথা উনিই প্রথম মানুষ যিনি আমাকে বিদ্যা বলে ডেকেছিলেন, 'ভিদ্যা' নয়। সেই প্রথম জেনেছিলাম, ভিদ্যাকে বাংলায় বিদ্যা উচ্চারণ করা হয়। আর গৌতমদা কিন্তু আমার সঙ্গে পুরো বাংলা কথা বলতেন প্রথম থেকেই। চিত্রনাট্য পড়িয়েছিলেন, বুঝিয়েছিলেন বাংলাতেও। আর আমি বাংলার 'ব'-ও জানতাম না অথচ সব বুঝতে পেরেছিলাম। স্রেফ অনুভূতির জোরে...."

সামান্য থেমে বিদ্যা ফের বলে উঠলেন, " আর এই ছবিতেই প্রথম শটেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়। 'জ্যেঠামশাই' ডাকতে না পেরে তাঁকে জেঠু ডাকা...কত, কত স্মৃতি। বাঙালি যে কীভাবে আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তা ভাবা যায় না। 'পরিণীতা'-র কথাই ধরুন। প্রদীপদা বাঙালি পরিচালক। তাঁর হাত ধরেই হিন্দি ছবিতে প্রবেশ। বিপরীতে কে? না সইফ আলি খান। তিনিও তো হাফ বাঙালি!" এরপরেই দর্শকের দিকে তাকিয়ে তিনি বললেন, "আমি মনেপ্রাণে বাঙালি। বাংলা ভাষা, বাংলা সিনেমা, বাঙালি খাবার, বাঙালির সংস্কৃতি -সব আমার বড্ড প্রিয়। আমি তো অনেককে নিজের পরিচয় দিয়ে বলি প্রবাসী বাঙালি। সুজয়, মানে 'কাহানি'র পরিচালক সুজয় ঘোষ তো আমার খুব পিছনে লাগে এই নিয়ে। আমি আরও একটা কথা এই ফাঁকে বলে রাখতে চাই। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে র প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই গৌতমদার উদ্দেশ্যে এভাবে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য।" 

সম্প্রতি বিদ্যা চর্চায় এসেছেন ওজন ঝরানো নিয়ে। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে ফের ‘মঞ্জুলিকা’র চরিত্র নিয়ে ফিরে এসেছেন বিদ্যা। তাঁকে দেখে বোঝাই গিয়েছে যে, অনেকটাই ওজন ঝরিয়েছেন। বিদ্যা অবশ্য মঞ্চ থেকে জানালেন শারীরিক মাপ কখনও সৌন্দর্যের প্রতীক হতে পারে না, কিছুতেই পারে না। অন্তত তার ক্ষেত্রে হয়নি।

কলকাতায় এলে কালীঘাটও  অবশ্যই যাবেন বিদ্যা। অভিনেত্রীর কথায়, “প্রথম বার কালীঘাটে এসেছিলাম, আমার প্রথম ছবি ‘ভাল থেকো’র সময়ে। এরপর যখনই কলকাতায় এসেছি, কালীঘাটে অবশ্যই গিয়েছি। এবারেও যাব। টানা কয়েক মাস কলকাতায় না আসতে পারলে, কালীঘাট মন্দিরের চৌকাঠ ছুঁতে না পারলে হাঁসফাঁস লাগে।" 

অনুষ্ঠানের প্রায় শেষে দর্শক, অনুরাগীদের প্রশ্নের মুখোমুখিও হলেন 'দ্য ডার্টি পিকচার'-এর নায়িকা। "কী কী অনুশীলন আপনার মতো অভিনয় করতে পারব?" প্রশ্নের জবাবে বিদ্যার চটজলদি জবাব, "মন যা চায় তাই করো। আনন্দে করো। ভাল থেকো।" কথা শেষে আলো-ঝলমলে হাসি কলকাতাবাসীদের জন্য উপহার দিতে এবারও ভুল হল না তাঁর।


নানান খবর

নানান খবর

মুখে কথা নেই, গালিগালাজে ওস্তাদ! ‘সিতারে জমিন পর’-এ আমিরের চরিত্র চমকে দেবে দর্শককে

'সিকান্দর' থেকে কাজল আগরওয়ালের দৃশ্য বাদ দেন সলমন! কী ছিল সেই দৃশ্যে? জানলে মাথা ঘুরবে 

আসছে ‘ফর্জি ২’! বিজয় সেতুপতি, কেকে মেননের সঙ্গে কবে থেকে শুরু হবে শাহিদের লড়াই? 

'দিলওয়ালে'-এর ব্যর্থতার পর থেকে কথা বলা‌ বন্ধ করেছিলেন‌ শাহরুখ? মুখ খুললেন রোহিত শেট্টি!

১৮ বছর পরও টান টান প্রেমে! বিচ্ছেদ জল্পনায় দাঁড়ি টেনে ঐশ্বর্য-অভিষেকের মোক্ষম ‘সেলফি’ জবাব!

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা? 

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

সোশ্যাল মিডিয়া